চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

মেসার্স আদিত্য ট্রেডার্স থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এসকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল।

পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ অক্টোবর ১৭, ১১:৫৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় পোল্ট্রি ফিড ও ফিশ ফিড উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র‌্যাব ৭। এসময় মেসার্স আদিত্য ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য এবং মেসার্স নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সাথে এসকল ট্যানারির বর্জ্য পদার্থ মেশানো হচ্ছিল। জব্দকৃত পণ্যগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

 

১৬ অক্টোবর সোমবার পরিচালিত এ অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স এর মালিককে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজ এর মালিককে ২ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এবং  র‌্যাব ৭-এর নেতৃত্ব দেন সিনিয়র এএসপি রায়হান মুরাদ এবং সিনিয়র এএসপি মো. শরীফুল আলম।

 

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখনরুজ্জামান বলেন, ক্রোমিয়াম যুক্ত এসকল মৎস্য ও পশুখাদ্য মাছ এবং মুরগী হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ দেখা দিতে পারে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video