চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১ টি স্পিড বোট ও ১ টি লাইফ বোট জব্দ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

নাইট গার্ড ও তার প্রতিবন্ধী সন্তানের ইয়াবা-সাম্রাজ্যে র‌্যাবের অভিযান, আটক ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২২ অক্টোবর ১৬, ০৬:১৪ অপরাহ্ন
পতেঙ্গার সী-বীচ মেইন পয়েন্ট ঘাট থেকে গ্রেফতারকৃত ৫ ইয়াবা কারবারী এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত স্পিড বোট ও লাইফ বোট।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে মাদক কারবারি চক্রের মূলহোতা মো. আব্দুল মালেক ও তার প্রতিবন্ধী ছেলে মো. হাসান মিয়া সহ ৫ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে আনুমানিক এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১ টি স্পিড বোট ও ১ টি লাইফ বোট জব্দ করা হয়।

 

১৬ অক্টোবর রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। আটককৃতরা হলো, আনোয়ারা থানার খোদগহিরা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. আব্দুল মালেক (৫২), আটক আব্দুল মালেকের ছেলে মো. হাসান মিয়া (২১), দক্ষিণ পতেঙ্গা এলাকার মো. ছালেহ আহাম্মদের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০), বিমানবন্দর এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে মো. ওমর ফারুক (৪০), আনোয়ারার গহিরা এলাকার মো. নুর নবীর ছেলে মো. ইমরান হোসেন ।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, দীর্ঘ আট বছরের বেশী সময় ধরে পতেঙ্গায় নাইটগার্ডের কাজ করছে আনোয়ারা উপজেলার গহিরা ইউনিয়নের আব্দুল মালেক। আর এই চাকরির আড়ালে প্রতিবন্ধী সন্তানসহ সে গড়ে তোলে ইয়াবা সাম্রাজ্য। আব্দুল মালেকের ছেলে হাসান মিয়া বেশিরভাগ সময় টেকনাফে থাকে। ইয়াবার চালান আনার জন্য টেকনাফ থেকে সবকিছু গুছিয়ে দেয় সে। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় এই কাজে তাকে কেউ সন্দেহ করতো না। বাবা-ছেলের সাথে এই চক্রের আরও তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা।

 

তিনি আরও বলেন, র‌্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে মাদক চোরাচালানের বিষয়টি জানতে পেরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে সী-বীচ মেইন পয়েন্ট ঘাট থেকে তাদের আটক করে। আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান।

- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video