চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অপরাধ

মজুদ করা ছিল জঙ্গল সলিমপুরের ভাড়া ঘরে

দেড়কোটি টাকার স্বর্ণসহ রোহিঙ্গা মা-ছেলে আটক


প্রকাশিত : রবিবার, ২০২২ জুলাই ৩১, ০৮:৪৩ পূর্বাহ্ন
দেড়কোটি টাকার সোনাসহ আটক মা ও ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকা থেকে আনুমানিক দেড় কোটি টাকার সোনার বার ও অলঙ্কারসহ এক রোহিঙ্গা মহিলা ও তার ছেলেকে আটক করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার-মিয়ানমার সীমান্ত এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল মাদকের বিরুদ্ধে অভিযান চালানোকালে জানতে পারে, ইয়াবা বিক্রির লভ্যাংশ দিয়ে রোহিঙ্গারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণের বার ও বিস্কুট উখিয়া ও টেকনাফ ক্যাম্পসমূহে পাচার করে আসছে এবং পরবর্তীতে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এই অবৈধ স্বর্ণের বার চোরাচালান চক্রের ওপর নজরদারি বৃদ্ধি করে এবং এক পর্যায়ে জানতে পারে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউপির ১০ নং ওয়ার্ড জঙ্গল সলিমপুরে একটি ভাড়া ঘরের ভিতর এসব স্বর্ণ মজুদ করা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে গতকাল ৩০ জুলাই সকাল ১০টায় র‌্যাবের একটি দল বর্ণিত স্থানে অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরে বসবাসরত মৃত মোজাহের আহমেদের পুত্র আসমত উল্লাহ (২৪) ও তার মা মোছাম্মৎ ছহুরা খাতুন (৬৮)-কে আটক করে। পরবর্তীতে আটক আসামিদের হেফাজতে থাকা কক্ষের ভিতর পশ্চিম পার্শ্বের সানশেডের ওপরে একটি প্লাস্টিকের বাটির ভেতর লাল শপিং ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের আটটি বার, পাঁচটি চেইন, একজোড়া বালা, তিনজোড়া কানের দুল, তিনটি আংটি ও চারটি লকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আটটি স্বর্ণের বারের মূল্য এক কোটি টাকা এবং বাকি স্বর্ণালংকারের দাম ৫০ লাখ টাকার মতো হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আসামিরা জিজ্ঞাসাবাদে আরো জানায়, তারা রোহিঙ্গা নাগরিক। ২০১২ সালে তারা বাংলাদেশে প্রবেশ করে এবং সর্বশেষ তারা জঙ্গল সলিমপুর অবস্থান করে এই অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আসমত উল্লাহ ২০১৪ সালের জুন মাস পর্যন্ত কক্সবাজার জেলার ঈদগাওয়ে অবস্থান করে, ২০১৪ সালে এজেন্সির মাধ্যমে তার এলাকার চাচা আব্দুস সালাম তাকে পাসপোর্ট করে ভিসা দিয়ে তাকে সৌদি আরবে নিয়ে যায়। সৌদি আরবে সে ২০১৪ সাল থেকে ২০২০ সালের আগস্ট মাস পর্যন্ত অবস্থান করে। অবৈধভাবে অবস্থান করায় ২০২০ সালে পুলিশ কর্তৃক ধৃত হয় এবং তাকে বাংলাদেশে প্রেরণ করা হয়। বাংলাদেশে আসার পর ২০২০ সালের ডিসেম¦রে সে বিয়ে করে ইদগাও হতে স্ত্রী ও মাসহ জঙ্গল সলিমপুর আগমন করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লক্ষ টাকা ।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে এবং উদ্ধারকৃত স্বর্ণগুলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video