চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অপরাধ

শুক্রবার (২২ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জামালখানে যুবক খুন

ফাগুন টেলিভিশন প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ২০২২ এপ্রিল ২৩, ০১:৩০ অপরাহ্ন

চট্টগ্রামের জামালখান এলাকায় চেরাগী পাহাড় মোড়ে ১৮ বছর বয়সী আসকার বিন তারেক নামের এক যুবক খুন হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) আনুমানিক রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক এনায়েত বাজার এলাকার জমির উদ্দিন ম্যানসনের এসএম তারেকের ছেলে এবং বিএফ শাহীন কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ।

এছাড়াও জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সমর্থিত দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরবর্তীতে তা সমাধান হয়ে গেলেও রাত আটটার দিকে পুনরায় চেরাগী এলাকায় উভয় গ্রুপ জড়ো হলে ফের সংঘর্ষ হয়। এর মধ্যে তারেক নামে একজন ছুরিকাহত হয়ে গুরুতর আহত হলে পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, 'রাত আনুমানিক ৯ টার দিকে একাট নিহতের ঘটনা ঘটেছে। আসকার বিন তারেক নামের এইচএসসি পড়ুয়া একজন ছাত্র খুন হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।'

 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video