চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান কাপড়সহ তাসনুর বেগম (১৯) ও তাসলিমা বেগম (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুন) বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃত তাসনুর চান্দগাঁও থানার খাজা সড়ক এলাকার মো. খোরশেদের স্ত্রী ও তাসলিমা মাদারীপুর জেলার কালকিনী থানার মিনাজাদী গোপালপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে।
জানা যায়, গত ২৪ জুন বিকাল অনুমানিক সাড়ে ৪ টার সময় নগরীর বাকলিয়া থানাধীন নিরাপদ হাউজিং এলাকার ডালিম মহাজন নামের এক ব্যক্তি তার স্ত্রী সন্তান সহ তার বাসা হতে বেড়ানোর উদ্দেশ্যে পলোগ্রাউন্ড মাঠে চলমান বানিজ্য মেলায় যান। মেলা থেকে রাত অনুমানিক ৮ টায় বাসায় ফিরে দেখতে পান, তাদের বাসার দরজায় লাগানো তালা নেই এবং দরজা খোলা। এসময় বাসায় প্রবেশ করে দেখেন বাসার মালামাল সব এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় আছে। ওই সময় তিনি ও তার স্ত্রী বাসার মালামাল চেক করে দেখতে পান, তার বাসায় থাকা ষ্টীলের আলমারীতে রক্ষিত ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া রূপার নূপুর, ১টি মোবাইল ফোন, ব্যবহৃত নতুন ও পুরাতন ২০টি শাড়ি, বাচ্চাদের ব্যবহৃত গেঞ্জী ও প্যান্ট সহ আলমারিতে কিছু নেই।
পরবর্তীতে ডালিম মহাজন বাদী হয়ে বাকলিয়া থানা অভিযোগ করলে বাকলিয়া থানা ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানা এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাসনুর বেগম ও তাসলিমা বেগমকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাইকৃত মালামাল সহ গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, শুক্রবার ২৪ জুন বিকেলে দেওয়ান বাজারের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করলে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত দুই নারীকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. আবদুর রহিম।
মন্তব্য করুন