চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরঃপ্রকৌশল বিভাগের এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে চুয়েট পুলিশ ফাঁড়ি থেকে গতকাল বুধবার রাতে মো. সোহেল নামে এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
রাউজান থানার পুলিশ
সংবাদ মাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার পর ওই কনস্টেবলকে হালিশহর
পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও ক্যাম্পাস সূত্র
জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়েটের চারজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের
প্রধান ফটকের পাশের একটি হোটেলে খেতে যান। সাদা পোশাকে থাকা কনস্টেবল সোহেলও তখন সেখানে
খাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ওই শিক্ষার্থীদের মধ্যেকার একজন ছাত্রীকে “উত্যক্ত
করলে” শিক্ষার্থীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। পরে শিক্ষার্থীরা তাঁকে
চুয়েট পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের ঘটনাটি
সম্পর্কে অবহিত করেন।
ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা চুয়েট ক্যাম্পাসে ছুটে আসেন। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হবে।
মন্তব্য করুন