চট্টগ্রাম মহানগরীর
বায়েজিদ বোস্তামী থানার সাম্প্রতিক সময়ের চাঞ্চল্যকর মানবপাচার মামলার সাথে সম্পৃক্ত
দুই আসামিকে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
২৭ জুন বৃহস্পতিবার
চট্টগ্রামের হাটহাজারী থানার বালুচড়া এলাকার নতুনপাড়া সিএনজি ষ্টেশন এলাকা থেকে এজাহারনামীয়
পলাতক আসামি ঝুমু ও পারভিন আক্তারকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের বাঁশখালী থানার জালিয়াপাড়া
এলাকার অধিবাসি ঝুমু’র স্বামীর নাম মো. তারেক এবং পারভিন আক্তারের
পিতার নাম অজ্ঞাত। বর্তমানে ঝুমু বায়েজিদ বোস্তামী থানার চন্দ্রনগর আবাসিক এলাকার
দিদার বিল্ডিং এবং পারভিন আক্তার বায়েজিদ বোস্তামী থানার বালুচড়ায় বসবাস করছে। উপস্থিত সাক্ষীদের
সামনে তারা বর্ণিত মামলার ২ নং এবং ৩নং এজাহারনামীয় আসামি বলে স্বীকার করে।
সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতের পতিতালয়ে বিক্রি হওয়া একজন নারী ভুক্তভোগী পালিয়ে আসার পর তার লোমহর্ষক বর্ণনায় বেরিয়ে আসে নারী পাচার চক্রের ভয়াবহ সিন্ডিকেটের কথা। ভুক্তভোগী নারী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৪, তারিখ: ২৪ জুন ২০২৪ইং, ধারা-২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬(২)/৭/৮(২)/১১।
- মা.ফা.
মন্তব্য করুন