চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

প্রাইভেট কারের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ গোদারবিল এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ ইসমাইলকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৫ হাজার ইয়াবাসহ আটক ১ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ২৫, ০৬:১৬ অপরাহ্ন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ আটক মোহাম্মদ ইসমাইল।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

 

গণমাধ্যম-কর্মীদের পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির একপর্যায়ে তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৫ হাজার পিস ইয়াবা পায় পুলিশ। ইয়াবা পাওয়ার পর গাড়ি থেকে টেকনাফ গোদারবিল এলাকার আবদুস সালামের ছেলে মোহাম্মদ ইসমাইলকে (৫০) গ্রেপ্তার করে এবং বহনকারী গাড়িটি জব্দ করা হয়।

 

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video