চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৭ জুলাই
ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় মূল হোতা সহ ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার
করেছে র্যাব-৭, চট্টগ্রাম। হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফ্তার
করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ১। মো. আজিম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ২য় বর্ষের ছাত্র), পিতা- মো. আমির হোসেন, সাং- চর ভারত সেন, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী,এপি- ফতেহপুর, ০৪ নং ওয়ার্ড, ফতেপুর ইউপি, থানা- হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ২। মো. নুর হোসেন শাওন (হাটহাজারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ), পিতা- জাবেদ হোসেন, সাং- ফতেহপুর, ওয়ার্ড নং-০৩, ফতেপুর ইউপি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, ৩। মো. নুরুল আবছার বাবু (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র), পিতা- বেলায়েত হোসেন, সাং- বেড়াবাড়ি, থানা- পরশুরাম, জেলা- ফেনী, এপি-সাং- ফতেহপুর, ০৪নং ওয়ার্ড, ফতেপুর ইউপি, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম এবং ৪। মো. মাসুদ রানা (হাটহাজারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র) ,পিতা- আবদুল মান্নান, সাং- আশিয়ার, থান+জেলা- ঝালকাঠি।
ঘটনার সুষঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভিকটিম গত ১৭ জুলাই রাত আনুমানিক ০৯.৩০টার সময় তার বন্ধুসহ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ্ন রাস্তায় যাওয়ার পথে অজ্ঞাতনামা ০৫ জন লোক তাদের পথরোধ করে জেরা করতে থাকে এবং অহেতুক মারধর করতে থাকে। একপর্যায়ে আসামীরা ভুক্তভোগী ও তার বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুন নেছা হলের পিছনে ইটের রাস্তা দিয়ে ঝোপঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যায় এবং অজ্ঞাতনামা আসামীরা তাদের যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে ও অশ্লিল ভিডিও ধারন করে। আসামীদের একজন হুমকি প্রদান করে বলে যে, তার সাথে শারিরীক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দিবে। অজ্ঞাতনামা আসামীরা অবৈধভাবে একঘন্টা আটক করে রেখে ভুক্তভোগী ও তার বন্ধুর ০২টি মোবাইল সেট ও নগদ ১৩৭০০/- টাকা আত্মসাত করে। এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে গত ২০ জুলাই হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে।
আটককৃত আসামীরা ঘটনার সাথে জড়িত মর্মে অকপটে স্বীকার করেছে। আজ সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান র্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল এম.এ ইউসুফ পিএসসি। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গত কয়েকদিন ধরে মিছিল-স্লোগানে
উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছাত্রীর শ্লীলতাহানির বিচার চেয়ে ফুঁসে উঠেছে চবির
শিক্ষক-শিক্ষার্থীরা। সহপাঠীর শ্লীলতাহানির সুষঠু বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবীতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- অভ্র হোসাইন / মনজু জে হোসাইন
মন্তব্য করুন