চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

অপরাধ

অনলাইন সাইটের মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে কিশোর-কিশোরীদের অনলাইন গেম ও সাইবার অপরাধে আসক্ত করে এসব বেটিং চক্র ।

অনলাইন বেটিং চক্রের সক্রিয় সদস্য আটক।

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ জুলাই ১৪, ০১:৫৪ অপরাহ্ন
গ্রেফতারকৃত অনলাইন বেটিং চক্রের সক্রিয় সদস্য মো.মনির হোসেন ।

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার আমবাগান এলাকার ওয়ার্ড কাউন্সিলর অফিস সংলগ্ন কাশেম ষ্টোরের সামনে কয়েকজন জুয়াড়ী স্মার্টফোন এর ব্রাউজার থেকে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়াখেলা পরিচালনাসহ বিকাশের মাধ্যমে অবৈধভাবে জুয়ার টাকা লেনদেন করছে জেনে সেখানে থেকে একজন সক্রিয় জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৭।

 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৩ জুলাই বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মো. মনির হোসেন (৩২), পিতা- মৃত মো. আবুল কাশেম, সাং -নয়া পুসকুনি, থানা -মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে আমবাগান, থানা-খুলশী, চট্টগ্রাম মহানগরকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামী ডিজিটাল ডিভাইস মোবাইল ব্যবহার করে অনলাইন-জুয়াখেলা সহ জুয়ার টাকা বিকাশের মাধ্যমে লেনদেনের কথা অকপটে স্বীকার করে এবং আসামীর নিজহাতে দেখানো মতে অনলাইন-জুয়াখেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ০১ টি স্মার্ট মোবাইল ফোন এবং জুয়া খেলার নগদ ৬,৮১০/- টাকা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অনলাইন জুয়া খেলার ওয়েবসাইট bet 365 এর ROYALS788 এবং Sanya346 এ্যাকাউন্টসের মাধ্যমে প্রদর্শিত খেলাধূলার বাজি পরিচালনা করে এবং অজ্ঞাত আরো অন্যান্য সহযোগীদের সহায়তায় বাজির টাকা ডলার ও ভারতীয় মুদ্রায় রুপান্তরিত করে বাজিখেলা পরিচালনা করে আসছে। ধৃত আসামী মনির তার মোবাইলে হোয়াটস্এ্যাপ থেকে জুয়ার বিষয়ে চ্যাটিং সহ নিজ বিকাশ নম্বরে টাকা লেনদেন করে থাকে। উক্ত এ্যাকাউন্টের মাধ্যমে সে অনলাইনে জুয়ার বাজি ধরার টাকা ডলার ও ভারতীয় মুদ্রার মাধ্যমে লেনদেন ও স্থানান্তর করে থাকে। এইসব অনলাইন জুয়ার মাধ্যমে অবৈধ উপায়ে বাংলাদেশের টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিষিদ্ধ লেনদেনসহ নিয়ম বহির্ভুত আর্থিক লেনদেনের মাধ্যমে তারা ইলেকট্রনিক তথা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জুয়াখেলায় অংশগ্রহন করে ই-ট্রানজেকশন সম্পন্ন করে থাকে।

 

গ্রেফতারকৃত আসামী মো. মনির হোসেন আরো জানায়, সে একটি অনলাইন বেটিং রিংয়ে যোগদান করে এবং পরবর্তীতে অন্যান্য কিশোর-কিশোরীদের অনলাইন সাইটের মাধ্যমে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে অনলাইন গেম ও সাইবার অপরাধে আসক্ত করে। এভাবে তারা তাদের চক্রকে সক্রিয় করে এবং অসহায় বেকার যুবকদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করে বিভিন্ন জায়গায় অনলাইন বেটিং সেশন স্থাপন করে।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


- জা হো ম 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video