চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিজনেস

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরী


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ১৮, ০৩:০৭ অপরাহ্ন
‘বিজনেস প্ল্যানিং ফর স্টার্ট-আপ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে রাখছে প্রধান অতিথি চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা।

ব্যবসা শুরুর পূর্বেই সঠিক পরিকল্পনা করা প্রত্যেকটি উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী। বিজনেস প্ল্যানিং ফর স্টার্ট-আপ কোর্সটি শুধুমাত্র নতুন উদ্যোক্তা নয়, প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারন সঠিক পরিকল্পনা না থাকলে কোন ব্যবসাই সফল হওয়া যায় না।

 

১৭ আগষ্ট চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় উইম্যান চেম্বার সেমিনার হলে আয়োজিত ৫ দিনব্যাপী বিজনেস প্ল্যানিং ফর স্টার্ট-আপ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইনচার্জ আবিদা মোস্তফা।

 

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক সানজিদা কাইয়ুম এবং বক্তব্য রাখেন উইম্যান চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট, নিশাত ইমরান ও পরিচালক আকলিমা আক্তার আঁখি।


৫ দিনব্যাপী পরিচালিত কোর্সটিতে বিশেষজ্ঞ প্রশিক্ষক সানজিদা কাইয়ুম উল্লেখিত বিষয়ে ৩০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করবেন।


- নূ.বা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video