চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিজনেস

নারী উদ্যোক্তাদের সহজশর্তে ঋণ দিতে চায় আইএফআইএল

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ আগস্ট ০১, ০২:১৭ অপরাহ্ন
চট্টগ্রামে ফাইনানসিয়াল লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ আবিদা মোস্তফা।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিডব্লিউসিসিআই)-এর সহযোগিতায় এবং ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টম্যান্ট লিমিটেড (আইএফআইএল) এর উদ্যোগে চট্টগ্রামে ফাইনানসিয়াল লিটারেসি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

 

৩১ জুলাই সোমবার বিকালে সিডব্লিউসিসিআই-এর সেমিনার হলে আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টম্যান্ট লিমিটেড, চট্টগ্রাম শাখার এভিপি এবং ব্যবস্থাপক মো. শাহজাহান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যদিও বিভিন্ন ব্যাংক ও লিজিং প্রতিষ্ঠান ঋণ প্রদানের আগ্রহ দেখাচ্ছেন, কিন্তু উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। আমি আশা করবো ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টম্যান্ট লিমিটেড আমাদের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করবেন।

 

সভাপতি অনুষ্ঠানে ইসলামি শরীয়াহ্ মোতাবেক সঞ্চয় ও ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন নিয়মাবলীর উপর আলোকপাত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই-এর পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী। এছাড়া প্রশিক্ষনে উপস্থিত ছিলেন আইএফআইএল-এর প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর ও ফরহাদ চৌধুরী।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video