চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিজনেস

চিটাগাং উইম্যান চেম্বারের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রতি সংবর্ধনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ১৭, ০৪:৪৮ অপরাহ্ন
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তার সহধর্মীনীসহ অতিথিবৃন্দ।

ইন্দোনেশিয়া একটি উন্নয়শীল দেশ এবং সেই তুলনায় বাংলাদেশও দ্রুত উন্নয়ণশীল দেশে পরিনত হচ্ছে। আশা করি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আমরা একসাথে কাজ করবো এবং ভবিস্যতে আমাদের এই সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। ১৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পক্ষ থেকে হোটেল আগ্রাবাদের ক্রিষ্টাল বলরুমে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত H.E. Mr. Heru Hartanto Subolo এবং Sinta Ekawati-কে সংবর্ধনা প্রদানকালে এ কথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। ইন্দেনেশিয়ান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তিনি উভয় দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন এবং আসন্ন ইন্দোনেশিয়ান এক্সপো পরিদর্শনে নারী উদ্যোক্তাদের আহবান জানান।

এফবিসিসিআই এর পরিচালক, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও 14th International Women’s SME Expo Bangladesh 2022-এর চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব আসন্ন 14th International Women’s SME Expo Bangladesh 2022-এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন এবং ইন্দোনেশিয়ার এ্যাম্বাসেডর এর মাধ্যমে ইন্দোনেশিয়ান উদ্যোক্তাদের এই মেলায় অংশগ্রহনের আমন্ত্রন জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শরতের সাজ-প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন্য প্রতিযোগির মধ্যে প্রথম ৭ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন ১ম- পারিহা আক্তার, ২য়- সুবর্ণা দে, ৩য়- ফেরদৌসী বেগম, ৪র্থ-বেবী হাসান, ৫ম- সাবিনা কাইয়ুম, ৬ষ্ঠ- নূর আক্তার জাহান, ৭ম- শর্মিলা চৌধুরী। প্রতিযোগিতায় বিচারক ছিলেন CWCCI-এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সদস্য ডেইজি মওদুদ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান, পরিচালক রেবেকা নাসরিন এবং কোরিওগ্রাফিতে ছিলেন পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি ও সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী।

অনুষ্ঠানে বক্তব্য রাখে চিটাগাং স্টক এক্সচেঞ্জ-এর পরিচালক মেজর এমদাদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস. এম. আবু তৈয়ব, ইষ্টার্ণ ফ্রেইট লিমিটেডের চেয়ারম্যান রফিকুর রহমান।

স্মিতা চৌধুরীর সঞ্চালনায় এসময় দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান নাদের খান এবং মিসেস নাদের খান, বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভানেত্রী ও উইম্যান ব্যাংক সোসাইটি লিমিটেড এর চেয়ারপার্সন কামরুন মালেক, লেডিস ক্লাব এর প্রেসিডেন্ট খালেদা এ আউয়াল, দি কনস্যুলেট অফ দি রিপাবরিক গা সাউথ আফ্রিকা-এর অনানারী কনসোল মো. সোলাইমান আলম শেঠ, এম.কে.আপ গ্রুপ এর চেয়ারম্যান ও ফিলিফাইন-এর অনারারী কনসোল মোহাম্মদ আবদুল আউয়াল, ট্যুরিষ্ট পুলিশ এর অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম পি.পি.এম, চট্টগ্রাম ভেটেনারী এন্ড এ্যানিমেল সাইন্স ইউনিভার্সিটির ডীন প্রফেসর ডা. মো. আসরাফ আলী বিশ্বাস পি.এইচ.ডি, বিশিষ্ট ব্যবসায়ী সুপার সল্ট ও শ্রীম্প কেয়ার এর স্বত্তাধিকারী এ. জে. এম. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় শেখর দাশ, কোলকাতার দি বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির এ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেনারেল অঙ্গনা গুহ রায় চৌধুরী ইন্দোনেশিয়ান এ্যাম্বাসির মিনিষ্টার কাউন্সিলর Mr. Raden Usman Effendi, থার্ড সেক্রেটারী Ms. Fitri Nuril Islamy, প্রোটোকল এবং কনস্যুলার এ্যাফেয়ার Ms. Indah Pratikasari, ইকোনোকিম এ্যাফেয়ার Mr. Rudi Saad অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


- মা. ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video