চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দুর্ঘটনা

২৮ আগস্ট সোমবার সকাল পৌনে ৯ টার দিকে বাসার পাশের ছোট নালাতেই পাওয়া যায় শিশুটির লাশ।

১৭ ঘণ্টার পর উদ্ধার হলো আরাফাতের মরদেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ আগস্ট ২৮, ০৬:৩০ অপরাহ্ন

অবশেষে ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম নগরীর একটি নালায় পড়ে যাওয়া শিশু আরাফাতের মরদেহ। ২৮ আগস্ট সোমবার সকাল পৌনে ৯ টার দিকে বাসার পাশের ছোট নালাতেই পাওয়া যায় শিশুটির লাশ।

 

ইয়াছির আরাফাত নামের দেড় বছর বয়সী এ শিশু উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকার কেএম হাশেম টাওয়ার এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ও নাসরিন আকতারের একমাত্র সন্তান। ২৭ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি হেঁটে ঘরের বাইরে এসে লাগোয়া নালায় পড়ে যায়। ফায়ার সার্ভিসকে জানানো হলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাকের নেতৃত্বে একটি টিম তল্লাশী অভিযান শুরু করে। 

 

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল পৌনে ৯ টার দিকে বাসার পাশে ছোট নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। নালার ওপরে কিছু অংশ খোলা ও কিছু অংশ স্ল্যাবে ঢাকা ছিল। শিশুটি খোলা অংশে পড়ে গিয়ে হয়তো ঢাকা অংশে গিয়ে আটকে ছিল। ফায়ার সার্ভিমের টিম গতকাল বড় নালার ওপর বেশি গুরুত্ব দিয়ে তল্লাশী চালানোয় শিশুটিকে খুঁজে পায়নি। আজ সকালে স্ল্যাব তোলার পর শিশুটির আটকে থাকা মরদেহ পাওয়া যায়।


- মা.ফা.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video