চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দুর্ঘটনা

মধ্যরাতে প্রিন্টিং প্রেসে আগুন লেগে একজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামে আন্দরকিল্লায় অগ্নিকান্ডে নিহত ১ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ ফেব্রুয়ারী ২২, ০৫:৪৯ অপরাহ্ন
চট্টগ্রামের আন্দরকিল্লায় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে প্রিন্টিং প্রেসে।

চট্টগ্রামের আন্দরকিল্লায় ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে প্রিন্টিং প্রেসে আগুন লেগে একজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর গণমাধ্যম-কর্মীদের বলেন, প্রথমে আগুন লাগে আন্দরকিল্লার সমবায় মার্কেটে, এরপরে সেখান থেকে আশপাশের তিন-চারটি প্রিন্টিং প্রেসসহ পাশের তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আবদুল্লাহ বলেন, ঘটনাস্থলে মার্কেটের আলম ইঞ্জিনিয়ারিং থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ইদ্রিস নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video