CCU, ICU-এর মত ব্যয়বহুল চিকিৎসাধীন হতদরিদ্র রোগীদের প্রতি মানবিক সমাজের মনোযোগ আকর্ষনের লক্ষ্যে ১৬ জুন বৃহস্পতিবার পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম এর হাতে “কিডনি রোগী কল্যান সংস্থা”র পক্ষ থেকে চিকিৎসা সহায়তার নগদ অর্থ প্রদান করেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক। উপস্থিত ছিলেন মুহাম্মদ দিদারুল ইসলাম, ফয়েজ উর রহমান ও একাব্বের হোসেন মুন্না।
এসময় ডা. এ.টি.এম রেজাউল করিম বলেন পার্কভিউ হাসপাতালে হতদরিদ্র রোগীদের চিকিৎসা তহবিল নামে একটি ফান্ড চলমান আছে। মানবিক সমাজ এগিয়ে আসলে বহু সংখ্যক হতদরিদ্র রোগী চিকিৎসা সুবিধা পেতে সহায়ক হবে। “কিডনি রোগী কল্যান সংস্থা”র সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক মানবিক হাসপাতাল সমূহের “চিকিৎসা সহায়তা তহবিল” এ অনুদান প্রদান করে আর্থিক অসমর্থ রোগীদের জীবন বাঁচাতে এবং সবার জন্য চিকিৎসা সুবিধার সুযোগ তৈরীতে মানবিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যয়বহুল চিকিৎসার প্রশ্নে ধনী-গরীব নির্বিশেষে সবাই অসহায়। বিশেষ করে ডায়ালাইসিস গ্রহণকারী কিডনি রোগীসহ বিভিন্ন ধরনের রোগী ইনফেকশন আক্রান্ত হয়ে হঠাৎ জীবন ঝুঁকির ফলে CCU, ICU-এর মত ব্যয়বহুল চিকিৎসা গ্রহন ছাড়া উপায় থাকে না। এমন বিপদে আর্থিক সামর্থের চেয়েও বেঁচে থাকার বিষয়টি অগ্রাধিকার পায়। হঠাৎ অসুস্থতায় সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় জীবন বাঁচানোর প্রশ্নে আর্থিক অসমর্থ চিকিৎসাধীন রোগীদের প্রতি মানবিক সমাজের মনোযোগ বাড়ানোর উপলদ্ধি থেকে সমব্যাথা-সমবেদনা প্রকাশের উদ্দেশ্যে “কিডনি রোগী কল্যান সংস্থা”র পক্ষ থেকে নেয়া হয় এই ব্যতিক্রম উদ্যোগ।
- সংবাদ বিজ্ঞপ্তি
- জা হো ম
মন্তব্য করুন