চট্টগ্রামের মিরসরাইয়ের
জোরারগঞ্জে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৮ দোকানী, সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ
নেতা রাজুর পরিবার এবং মাদরাসা ছাত্রদের মাঝে নগদ ১৩ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান
করা হয়েছে।
১২ মে শুক্রবার
বিকালে বারইয়ারহাটস্থ খান সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন ও মানবতার
কল্যাণে নিবেদিত মিরসরাইয়ের কৃতি সন্তান ফখরুল ইসলাম খান-এর পক্ষ থেকে উক্ত আর্থিক
সহায়তা প্রদান করে খান কল্যাণ ট্রাস্ট। অনুষ্ঠানের শুরুতে ছরমাদিঘী তালিমুদ্দিন মাদরাসার
শিক্ষক ও ছাত্রদের কোরান খতমের পর আলোচনা সভা শেষে এ অনুদান প্রদান করা হয়।
গত ৩ মে রাতে
জোরারগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইদ্রিস বলি মার্কেটের ২৮ দোকানীকে
নগদ ২৫ হাজার করে মোট ৭ লক্ষ টাকা, জোরারগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা
ইব্রাহিম রাজুর পরিবারকে নগদ ৫ লাখ টাকা এবং বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীদের ১
লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
খান কল্যাণ ট্রাস্টের
কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং মোহাম্মদ নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই এসোসিয়েশনের
সভাপতি কালু কুমার দে, বারইয়ারহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রতন দত্ত, খান কল্যাণ
ট্রাস্টের কর্মকর্তা জিয়াউর রহমান, দ্বীন মোহাম্মদ, দলিল লিখক তাপস সিংহ, মোহাম্মদ
আলী, আলী আক্কাস, আলাউদ্দিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, মিরসরাইয়ের কৃতি সন্তান ফখরুল ইসলাম খান সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ বছর ব্যবসা করে বাংলাদেশ সরকারকে রেমিটেন্স দিয়ে সিআইপি পদক লাভ করেন। তিনি প্রতি বছর মানুষের সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানে, দরিদ্র মানুষের শিক্ষা, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়য়নে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এছাড়া করোনার মহামারিতে তিনি মিরসরাইবাসীর পাশে থেকে কোটি কোটি টাকার ত্রান সামগ্রী প্রদান করেছেন। সমাজের এমন আরো যারা আছেন তারাও যেন এধরনের মানবিক এবং মহত কাছে এগিয়ে আসেন সেই আশাবাদ ব্যক্ত করেন।
- নাছির উদ্দিন/মিরসরাই
মন্তব্য করুন