চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

জনসেবা

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য শুভেচ্ছা রসদ প্রদান করেন সাবেক মেয়র এম মনজুর আলম।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ০৩, ০৪:৪৪ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য পূজা মণ্ডপ প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা রসদ তুলে দেন সাবেক মেয়র এম মনজুর আলম।

বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সকলে নিজ নিজ ধর্ম নিশ্চিন্তে নিরাপদে পালন করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের জন্য শুভেচ্ছা রসদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম এ কথা বলেন।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ ৩ অক্টোবর সোমবার এইচ.এম ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পূজা মণ্ডপ প্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে এসব শুভেচ্ছা রসদ তুলে দেন প্রধান অতিথি এম মনজুর আলম। সাবেক মেয়র এসময় সনাতনধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কুশলবিনিময় করেন। শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয়ে তিনি খোঁজ খবর নেন এবং উৎসবের সাফল্য কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান আলী, উত্তর কাট্টলী কেন্দ্রীয় কালী বাড়ি রক্ষা সেবা সংঘের সভাপতি বীরেন্দ্র লাল দে, ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, উত্তর কাট্টলী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক যামিনী দে, আকবর শাহ থানা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা চন্দন দত্ত, বিকাশ চন্দ্র দাস, দুলাল দাশ, স্বপন কুমার দেব নাথ, ঝন্টু দাশ, রবি শংকর, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর ও উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।


- মা.সো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video