চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

দেলোয়ার হোসেন হাজারী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন একজন নির্লোভ রাজনৈতিক নেতা ও সমাজকর্মী।

বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারীর স্মরণ সভা ও কুলখানি অনুষ্ঠান

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ সেপ্টেম্বর ০৩, ০৬:৩৩ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারীর স্মরণ সভা ও কুলখানি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

দেলোয়ার হোসেন হাজারী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছে। নীতি আদর্শের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন একজন নির্লোভ রাজনৈতিক নেতা ও সমাজকর্মী। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারীর স্মরণ সভা ও কুলখানি অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন।

 

২ সেপ্টেম্বর শুক্রবার সকালে নগরীর লেডিস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উদ্দিন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারী স্মৃতি সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এতে স্মৃতিচারণ করেন মরহুমের ছোটভাই আমজাদ হোসেন হাজারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ১৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু ছৈয়দ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সেলিমুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্চাসেবক লীগের নেতৃবৃন্দ।

 

স্মরণ সভায় স্মৃতিচারণ শেষে খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং মেজবানের আয়োজন করা হয়।

- মা.সো

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video