প্রধানমন্ত্রীর দশ
বিশেষ উদ্যোগ এসডিজির সাথে সম্পর্কিত বলে শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় ছড়িয়ে পড়েছে।
দেশের সামগ্রিক উন্নয়নে এ দশ উদ্যোগ জনগণের জীবন-মানে ইতিবাচক পরিবর্তন এনেছে।
পাশাপাশি মহামারিসহ বিশ্ববিপর্যয়ের সময়ও বাংলাদেশ দশ উদ্যোগের সুফলের কারনে
স্বমহিমায় নিজের স্বাতন্ত্র্য অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনার দশ বিশেষ উদ্যোগ ব্রান্ডিং’ বিষয়ে মতবিনিময়
সভা এবং চট্টগ্রাম পিআইডির বঙ্গবন্ধু কর্ণার, ফটোগ্যালারি বর্ষপঞ্জি পরিদর্শনকালে
গণমাধ্যম-কর্মীদের সাথে এসব কথা বলেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার
চট্টগ্রাম পিআইডির সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর (পিআইডি) ঢাকা কর্তৃক আয়োজিত
মতবিনিময় সভায় পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীরের
সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিআইডি ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার
মো. আব্দুল জলিল, সিনিয়র তথ্য অফিসার খালেদা বেগম।
প্রধান তথ্য অফিসার বলেন,
দশ উদ্যোগের ফলে দেশের উন্নয়নের সমবন্টন নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রান্তিক মানুষের
দোরগোড়ায় পৌঁছেছে উন্নয়নের সুফল। দশ উদ্যোগ তৃণমূলে মানুষকে স্বাবলম্ভি করেছে।
তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।
অনুষ্ঠানে পিআইডি ঢাকার উপপ্রধান তথ্য অফিসার সুমন মেহেদী, এএইচএম মাসুম বিল্লাহ, সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান খান, এএম ইমদাদুল ইসলাম, জেলা তথ্য অফিসার চট্টগ্রামের পরিচালক আজিজুল হক নিউটন, পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ অফিসার কৃপাময় চাকমাসহ বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন