চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, চসিক স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সমাবেশ, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে।

বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মসূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২২ ডিসেম্বর ১৭, ০৪:০১ অপরাহ্ন
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে (অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ। চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

 

মেয়র আরো বলেন, বাংলাদেশ সুদীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বজনীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ ও মাদকের মত সকল অপশক্তিকে সমূলে উৎখাত করে উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্ণশিখরে আরোহন করাই বর্তমান সরকারের লক্ষ্য।

 

১৬ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল-কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৭টায় নগর ভবনস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল ৮টায় চসিক স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সমাবেশ, ৮.১৫মি পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ, ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে।

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভরপ্রাপ্ত কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ জাবেদ, আবুল হাসনাত মো. বেলাল, কাজী মো. নুরুল আমিন, আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, জহর লাল হাজারী, মো. মো. নুরুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, রুমকী সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন্নাহার, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, যুগ্ম জেলা-জজ মনীষা মহাজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, শিক্ষা কর্মকর্তা উজালা চাকমা, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video