চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডস্থ মেরিনার্স রোড, ব্রীজঘাট রোড ও বাই লেইন,
শাহাজী পাড়া, শিব বাড়ী লেইন, এয়াকুব নগর রোড ও বাই লেইন, বংশাল রোড ও বাই লেইন, নোয়াপাড়া
১নং, ২নং ও ৩নং গলির ও ভান্ডারী গলি, টেকপাড়া রোড সমূহের ৯ কোটি ২০ লক্ষ টাকার উন্নয়ন
কাজের উদ্বোধন করা হয়।
১১ মে বৃহস্পতিবার
সকালে ব্রীজঘাট রোড ও শাহাজী পাড়ার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার
ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩,
৩৪ ও ৩৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী।
এসময় উপস্থিত
ছিলেন আবদুল হালিম দোভাষ, মো. তারেক সর্দ্দার, মঞ্জুরুল আলম, আবদুল মাবুদ, চট্টগ্রাম
সিটি কর্পোরেশন এর সহকারী প্রকৌশলী মাহমুদ সাফফাত আমিন, উপ-সহকারী প্রকৌশলী আবদুল
হামিদ, ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান রাসেল, ইঞ্জিনিয়ার এস.এম. রাশেদুল
হক, ইঞ্জিনিয়ার মো. জমির উদ্দীন, মিন্টু কুমার দাশ, রুহি দাশ, টিংকু দাশ, মো. এনাম,
তারাপদ দাশ, আশরাফুজ্জামান, জামাল উদ্দিন মাসুম, আফসার আহমেদ, মিজানুর রহমান মিজান,
খোরশেদ আলম, সামিউল হাসান রুমন, অসিউর রহমান, শফিউল আলম জনি, মো. আজম প্রমুখ।
উক্ত প্রকল্পে আর.এন. এয়াকুব এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
- মা.ফা.
মন্তব্য করুন