বঙ্গবন্ধু মানেই
বাংলাদেশ। ৪৭ বছর চলে গেল আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। হারিয়েছি আমরা একজন দেশ
প্রেমিক ও মহান নেতাকে। তাঁর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভাষণের মাধ্যমেই এ দেশের
মুক্তিসেনারা দেশ স্বাধীন করতে অনুপ্রাণিত হয়েছিলেন এবং সর্বোপরি একটি স্বাধীন
সার্বভৌমত্ব দেশ অর্জনে সক্ষম হয়েছিল বাঙালি জাতি। তিনি ওপারে থাকলেও তিনি বেঁচে
আছেন আমাদের মাঝে। আমাদের হৃদয়ে। তিনি অমর। তাঁর কর্মের মাঝেই তিনি আজ নন্দিত।
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও
দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক
মেয়র এম মনজুর আলম।
১৫ আগস্ট সোমবার
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলী আলহাজ্ব
মোস্তফা-হাকিম কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও খাবার
বিতরণ করেন প্রধান অতিথি এম মনজুর আলম।
উত্তর কাট্টলী আলহাজ্ব
মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন
মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
কলেজের সহকারী অধ্যাপক
কাজী মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আকবর শাহ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি
লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার তরুণ
তপন দত্ত, সাইফুদ্দিন আহমেদ সাকী, আলাউদ্দিন আল হারুন, সাবেক শুল্ক কর্মকর্তা
আব্দুস সালাম, নারী নেত্রী সবিতা বিশ্বাস, মুনমুন সেন, মোস্তফা-হাকিম কলেজের
উপাধ্যক্ষ কাজী মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আবু ছগির, মোস্তফা হাকিম
কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস, কলেজ ও স্কুলের
শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৫ আগস্ট
ঘাতকের গুলিতে শাহাদাতবরণকারী জাতির জনক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও
বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান।
- মা.সো
মন্তব্য করুন