আমরা যদি সিটিজেন
চার্টাড হালনাগাদ করণের কাজটি সঠিকভাবে পালন করি তবে তথ্য অধিকারের সবটাই নিশ্চিত করা
সম্ভব হবে। সরকার দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিতকল্পে নানা কর্মসূচি হাতে নিয়েছে।
আমি মনে করি সরকারি কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন করলেই দেশের জনগণের তথ্য অধিকার
নিশ্চিত করা সম্ভব হবে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।
আজ আন্তর্জাতিক
তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলাপ্রশাসনের
আয়োজনে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব
করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জেলা প্রশাসক
বলেন, বর্তমান সরকারের প্রধান নির্বাচনী ইসতেহার ছিল ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল
বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার অনেকটুকু নিশ্চিত হয়েছে।
আমরা এ ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সরকারি অধিকাংশ সেবা অনলাইনে দিচ্ছি। এখন সরকারি
অফিসে না এসেই ঘরে বসে দেশের জনগণ অধিকাংশ সেবা পাচ্ছেন। এতে করে আমি মনে করি কমসময়ে
স্বল্পমূল্যে জনগণের তথ্যসেবা প্রাপ্তির অধিকার নিশ্চিত হয়েছে।
এসময় অতিরিক্ত
বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, রাউজান
উপজেলা পরিষদের চেয়াম্যান এ.কে.এম এহেছানুল হায়দার চৌধুরীসহ সরকারি দপ্তরের কর্মকর্তা
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
- অ.হো
মন্তব্য করুন