চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

জোয়ারের পানিতে চাক্তাই-খাতুনগঞ্জে কয়েকশ কোটি টাকার পণ্য নষ্ট

মহানগর ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে জোয়ারের পানি ওঠায় বহু আড়ত ও গুদামে থাকা পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

তাঁরা জানান, ঘূর্ণিঝড় ও অমাবস্যার কারণে জোয়ারে পানির স্তর অতিরিক্ত বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জসহ শহরের বেশকিছু নিচু এলাকা তলিয়ে যায়। জোয়ারের পানি চাক্তাই ও রাজাখালী দিয়ে এসে ঢুকেছে চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে। ফলে দোকান ও গুদামে থাকা পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হলুদ, আদা, পেঁয়াজ, রসুন নিয়ে চিন্তিত আড়তদাররা। পণ্যগুলো শুকালেও ন্যায্য দাম পাওয়া যাবে না।

তাঁরা আরো জানান, এই এলাকায় স্লুইস গেট করা হচ্ছে, প্রকল্পের কাজ চলছে, কিন্তু এসব থেকে কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বৃষ্টি ও জোয়ারের পানি নামার কোনো পথ নেই। জোয়ারের পানির সঙ্গে নালা-নর্দমা থেকে উঠে আসা ময়লা-আবর্জনায় ভর্তি হয়ে যায় প্লাবিত এলাকা। এতে এলাকার ব্যবসায়ীসহ বাসিন্দারাও নানা দুর্ভোগে পড়ে যান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video