জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে ২৫ আগস্ট বৃহস্পতিবার মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ করতে দেখা যায়নি। তবে হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নগরীর বিভিন্ন মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।
হরতালের সমর্থনে নিউমার্কেট মোড়ে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণের দুর্গতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় দেশ চলতে থাকলে
সাধারন মানুষকে না খেয়ে মরতে হবে। ভুলন ভৌমিকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন অশোক সাহা, আল কাদেরী জয়, রাজা মিয়া, সত্যজিত, তিতাস ও অপু দাশ গুপ্ত সহ আরো অনেকে।
হরতালের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্য দিনের মতো সবকিছু স্বাভাবিক রয়েছে।
- মা.সো
মন্তব্য করুন