নিয়োগপত্র আদায়ের
আন্দোলন প্রথম। নিয়োগপত্র শ্রমিকদের অমুল্য সম্পদ। যে সম্পদ দিয়ে সরকারের কাছ থেকে
সুযোগ সুবিধা আদায় করা যায়। যে মালিক নিয়োগপত্র দেবে রাস্তায় তার গাড়ি চলবে, যে দেবে
না তার গাড়ি রাস্তায় পড়ে থাকবে। প্রত্যেক শ্রমিক সংগঠনকে শ্রম আইন অনুযায়ী চলা উচিত।
শ্রম অধিদপ্তরের কাজ হচ্ছে শ্রমিকদের দাবী দাওয়া আদায়ে সহায়তা, ভুল সংশোধন ও নির্বাচনে
সহযোগিতা করা।
২৮ ফেব্রুয়ারি
মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সিআরবি শিরিষ তলায় চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের
নর্বনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী এসব কথা বলেন। অনুষ্ঠান উদ্বোধন
করেন শ্রম দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. খোরশেদ হক ভুঞা।
সংগঠনের সভাপতি
মো. সেলিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অভিষেক
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.
আবদুল মান্নান, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, প্যানেল মেয়র ও ১৫নং বাগমনিরাম
ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক
লীগের সদস্য সচিব আবুল হোসেন আবু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল
কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, যুগ্ন-সম্পাদক মোহাম্মদ হারুন
ও প্রাইম ওভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান।
অনুষ্ঠানে মৃত্যু বরণ করা চার পরিবহণ শ্রমিকের পরিবারকে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
- মা.সো.
মন্তব্য করুন