পশ্চিম বাকলিয়া
রসুলবাগ আবাসিক এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল ডাইভারসন খালের উপর ব্রীজ নির্মাণ।
এই ব্রীজ এলাকাবাসীর আকাংঙ্খা পূরণ করল। উত্তর, দক্ষিণ ও পূর্ব বাকলিয়ার সাথে পশ্চিম
বাকলিয়াবাসীর মধ্যে যোগযোগের সেতুবন্ধন স্থাপন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ব্রীজ।
পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ডাইভারশন খালের উপর নির্মিত ব্রীজ উদ্বোধনকালে
একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
২৪ নভেম্বর বৃহস্পতিবার
সকালে পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ডাইভারসন খালের উপর নব নির্মিত ব্রীজটি
উদ্বোধন করা হয়। ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল আলম, জহর লাল হাজারী, সংরক্ষিত কাউন্সিলর
শাহীন আক্তার রোজী, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল
ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল
আলম, আবু ছিদ্দিক, মির্জা ফজলুল কাদের, স্থানীয় আওয়ামী লীগ নেতা এ.এস.এম এয়াকুব, ইউনুছ
কোম্পানী, মো. মুছা, আকবর আলী আকাশ, আব্দুল হাকিম মেম্বার, নছরুল্লাহ করিম চৌ. হারুনুর
ইসলাম মামুন, শওকত ইমরান সুমন, মো. আনোয়ার মেম্বার, সুহৃদ বড়ুয়া, শাহেদুল ইসলাম, রাহুল
দাশ, মিলটন, মো. ছবুর, ঠিকাদার শাহেদ সাকী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত
ছিলেন।
মেয়র বলেন, চট্টগ্রামের
উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে
সুদুর প্রসারী অবকাঠামোগত ও দৃশ্যমান উন্নয়নের জন্য মেগা প্রকল্প বাস্তাবায়নে চসিকসহ
সেবা প্রতিষ্ঠান সমুহকে প্রায় ২১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই বিপুল পরিমাণ
বরাদ্দের যথাযথ ব্যবহারের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টলবাসীর আশা-আকাংঙ্খা
পূরণ করতে হবে। তিনি আগামী ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি
কতৃজ্ঞতা জানাতে জনসভায় উপস্থিত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
৪ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক এলাকায় ডাইভারসন খালের উপর ৪০ ফুট বাই ২৬ ফুট ১টি ব্রীজ, ১টি কালভার্ট ও ওয়াকওয়ে সংস্কারসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পন্ন করা হয়।
- মা.সো
মন্তব্য করুন