চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম সংবাদ

ফটো সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্যঘটনা জনগণের কাছে তুলে ধরেন।

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ জুলাই ১৮, ০১:৪৯ অপরাহ্ন
চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।

ফটো সাংবাদিকরা সবসময় ঝুঁকি নিয়ে ছবি তুলে সত্যঘটনা জনগণের কাছে তুলে ধরেন। শতভাগ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করলেও তারা তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হন। তাদের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও অধিকার আদায়ে ঐকবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরছে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। যা আমাদের সকলের কাছে গর্বের। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটিকে আরো এগিয়ে নিতে হবে। চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।

 

১৭ জুলাই দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূর্তি। সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মো. রেজা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক।

 

চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের ৩৬তম বর্ষপূতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে। আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে বর্ষপূর্তির উৎসব উদযাপন করেন।


- অভ্র হোসাইন 

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video