জেলার সার্বিক
উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে নিজেদের
মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধান করার আহ্বান জানান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার
মোহাম্মদ ফখরুজ্জামান।
২৫ জুন মঙ্গলবার
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয়
সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভার শুরুতে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের
অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
তিনি বলেন, বর্তমান
সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের যে সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আন্তরিকতার
সাথে দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। সরকারের কোন কাজে অবহেলা করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রীর
উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিমে সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলা প্রথম স্থান অর্জন করায়
উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সকলের
প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), আবুল কাশেম চিশতী (রাঙ্গুনিয়া), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মো. জাহেদুল হক (বোয়ালখালী), মো. এনায়েত হোসেন (মিরসরাই), মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (সীতাকুন্ড), এসএম আনোয়ার হোসেন (সন্ধীপ), ইউনুস গণি চৌধুরী (হাটহাজারী), মো. নাজিম উদ্দিন মুহুরী (ফটিকছড়ি), জসিম উদ্দিন আহমেদ (চন্দনাইশ), কাজী মোজাম্মেল হক (আনোয়ারা), উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম (সীতাকুন্ড), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মো. মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), অংগ্যজাই মারমা (রাউজান), মো. রায়হান মেহেবুব (রাঙ্গুনিয়া), ইমরান হোসাইন সজীব (বোয়ালখালী), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), মো. আলাউদ্দিন ভূঁঞা (পটিয়া), মু. ইনামুল হাছান (লোহাগাড়া), মাসুমা জান্নাত (কর্ণফুলী), মো. ইশতিয়াক ইমন (আনোয়ারা), জেসমিন আক্তার (বাঁশখালী), পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (রাউজান), বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (সীতাকুন্ড), মু. মাহাবুবুল আলম (চন্দনাইশ), মোহাং জহুরুল ইসলাম (বোয়ালখালী), মো. গিয়াস উদ্দিন (মিরসরাই) প্রমূখ। জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন