ভোটাধিকার আদায়ের জন্য
আমাদের পূর্ব পুরুষরা কত কষ্ট করেছেন সেটা নতুন প্রজন্ম জানে না। একটা সময় সাধারণ
মানুষের কোন ভোটাধিকার ছিলো না। মোঘল আমল, বৃটিশদের শাসন আমল এরপর পাকিস্তান আমলে
আয়ুব খানের পতন শেষে ইয়াহিয়া খান সামরিক শাসনের মধ্যে একটা জাতীয় নির্বাচনের ঘোষণা
দিয়েছিলেন। তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার নামে একটা ধারা চালু করেন। বঙ্গবন্ধু
সে নির্বাচনে শর্ত দিয়ে বলেছিলেন, জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বন্টন করতে হবে
এবং ১ ব্যক্তির ১ ভোট নিশ্চিত করতে হবে। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সাভায়
প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ার হেসেন।
২ মার্চ চট্টগ্রাম
আঞ্চলিক নির্বাচন কমিশনের উদ্যোগে ‘ভোটার হব নিয়ম মেনে,
ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যে সকালে সার্কিট হাউজ চত্বর থেকে বেলুন উড়িয়ে
বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়।
র্যালি শেষে আলোচনা
সাভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে
বক্তারা বলেন, আমাদের চেতনা কি, নাগরিক হিসেবে আমরা নিজেদের কোথায় নিতে চাই, সেটা
নির্ভর করে নির্বাচনে আমরা কাকে নির্বাচন করছি। গণতান্ত্রিক নিয়মে একজন জেলাপ্রশাসক
কিংবা রাস্তার পাশের পান বিক্রেতার ভোটের মূল্য সমান। সুতরাং আমরা নিজেরা সচেতন
হওয়ার পাশাপাশি সকল শ্রেণিপেশার নাগরিকদের সচেতন করতে হবে। যেন আমরা সকলে মিলে
মনের খুশীমত, একজন যোগ্য মানুষকেই ভোট দিয়ে নির্বাচন করি।
অনুষ্ঠানে চট্টগ্রামের
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত সকলকে ভোটার
হালনাগাদের নিয়মাবলী সম্পর্কে অবহিত করে বলেন, সারাদেশে ২০ মে ২০২২ হতে ৪টি ধাপে
ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন হয়েছে। যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে
এবং ইতোপূর্বে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হননি, তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। মোট
৩ বছরের তথ্য সংগ্রহ করা হয়েছে তবে, যাদের জন্ম ১ জানুযারি ২০০৫ বা তার পূর্বে, তারা
২ জানুয়ারি ২০২৩ সালে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। যাদের জন্ম ১ জানুয়ারি
২০০৬ বা তার পূর্বে তারা ২ জানুয়ারি ২০২৪ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
এছাড়াও যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে তারা ২ জানুয়ারি ২০২৫ সালের
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন