চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন পর্যায়ে দীর্ঘসময় কর প্রদানকারী ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী ১৮ জন, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী ৬ জন ও সর্বোচ্চ তরুণ কর প্রদানকারী ৬ জনসহ মোট ৪২ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

চট্টগ্রামে সম্মাননা পেলেন ৪২ সেরা করদাতা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ ডিসেম্বর ২৯, ১২:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মনিত করদাতা ও অতিথিবৃন্দ।

নারীরা একসময় ছিলো অবরোধবাসিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করার পর নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেছেন। এরফলে জাতীয় সংসদের স্পীকার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীরা ভূমিকা রাখছে। আজ নারীরা সর্বোচ্চ করদাতা সম্মানে ভূষিত হয়েছে। এদেশ আমাদের, সুতরাং আমাদেরকেই এদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্যবোধের জায়গা থেকে কর প্রদান করতে এগিয়ে আসা উচিত।

 

২৮ ডিসেম্বর বুধবার চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী।

 

জাতীয় স্বার্থে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায় কর প্রদানে অনুপ্রাণিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম বিভাগের ৫ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি হতে ২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ ও দীর্ঘসময় কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

 

কর কমিশনার (আপীল) সফিনা জাহানের সভাপতিত্বে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেরা করদাতা সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে নির্বাচিত করদাতাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

 

চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন পর্যায়ে দীর্ঘসময় কর প্রদানকারী ১২ জন, সর্বোচ্চ কর প্রদানকারী ১৮ জন, সর্বোচ্চ মহিলা কর প্রদানকারী ৬ জন ও সর্বোচ্চ তরুণ কর প্রদানকারী ৬ জনসহ মোট ৪২ জন করদাতাকে এ সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি চট্টগ্রামের মহাপরিচালক মো. মাহবুবুজ্জামান, কর আপীল ট্রাইব্যুনালের সদস্য মকবুল হোসেন পাইক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

 

এতে সেরা করদাতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কর কমিশনার মো. ইকবাল বাহার, কর কমিশনার সামিয়া আখতার, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন সিকদার, কর কমিশনার নিতাই চন্দ্র দাশ, কর কমিশনার ছাবিনা ইয়াসমিন। এসময় চট্টগ্রাম আয়কর বিভাগের রেঞ্জ এবং সার্কেলের কর্মকর্তাসহ প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video