যথাযথ মর্যাদা
ও উৎসবমূখর পরিবেশে চট্টগ্রামে ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ দিবস উদযাপন উপলক্ষে নানা
কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ।
কর্মসূচি শুরু
হয় ৭ মার্চ সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
করার মধ্য দিয়ে। এসময় বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ জেলা
প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড
কাউন্সিল, সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির জনকের
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমেদ, ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল।
প্রধান অতিথি
বলেন, ৭ই মার্চের ভাষণে আছে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’ এখানে মুক্তি
কথাটির নানা অর্থ রয়েছে। এর একটি অর্থ হল অর্থনৈতিক মুক্তি। নিজস্ব অর্থায়নে পদ্মা
সেতু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতি
আমার বার্তা হল ‘স্বার্থক জীবন হবে যদি থাকে চার, বিদ্যা
ধর্ম স্বাস্থ্য আর সত্য ব্যবহার’। এখন সময় হলো জীবন গড়ার। তাই মোবাইল,
মিথ্যা ও মাদক থেকে দুরে সরে জীবনে সৎপথে থেকে উন্নতি করাকে একমাত্র আদর্শ হিসেবে নিতে
হবে।
অনুষ্ঠান শেষে
শিল্পকলা ও শিশু একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছড়া পাঠ, ৭ মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে একই স্থানে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি
প্রদর্শন করা হয়।
এছাড়াও জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের তত্বাবধানে ডিসি হিল, সিআরবি, টাইগারপাস মোড় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র, আলোকচিত্র ও ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।
- ই.হো.
মন্তব্য করুন