চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

বিশ্বব্যাপী কর্মরত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৮ ডিসেম্বর পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।

চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ ডিসেম্বর ১৯, ০১:৫২ অপরাহ্ন
আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য র‌্যালি।

থাকবো ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়ব বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বব্যাপী কর্মরত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।

 

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে নগরীর সার্কিট হাউজে আয়োজিত অভিবাসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদেশ যাওয়ার আগে প্রবাসী কর্মীগণকে কারিগরী জ্ঞানে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করতে অনুরোধ জানান অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফ।

 

এ সময় বিকেটিটিসি চট্টগ্রামের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, মাহিলা টিটিসি চট্টগ্রামের অধ্যক্ষ, প্রবাসী কল্যাণ ব্যাংক সহকারী মহাব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি, রিক্রুটিং এজেন্সীর মালিক, প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংককে সম্মাননা প্রদান, প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রবাসী কল্যাণ ডেস্ক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আয়োজিত প্রবাসী কর্মীদের আগমন ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপন কর্মসূচী পালন করা হয়েছে।


- মা.ফা

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video