গাদীরে খুমে মাওলার অভিষেক দিবসের স্মরণে চট্টগ্রামে আনজুমানে
আশেকানে আহলে বাইতে রাসুল (সা.) সংগঠন কর্তৃক বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সেমা
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহাদাত
উদ্দিন মাইজভান্ডারী।
২৬ জুন বুধবার বাদ আসর চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণ থেকে অগণিত ভক্ত আশেকানের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি জিইসি কনভেনশন হলে এসে শেষ হয়। এরপর সৈয়দ গোলাম মোরশেদ মাইজভান্ডারীর সভাপতিত্বে জিইসি কনভেনশন হলে আলোচনা সভা ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আহসানুল হাদী উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ থেকে আওলাদে পাকগণসহ দেশবরেণ্য আলেম-উলামা ও শিক্ষাবিদগণ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ ইকবাল ফজল মাইজভান্ডারী।
- মা.ফা.
মন্তব্য করুন