চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

গরিব দুঃস্হ অসহায় বন্ধুদের সহায়তা, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার বহন, কর্মহীন বন্ধুদের কর্মসংস্হান সৃষ্টি, অভাবগ্রস্থ বন্ধুদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলাসহ বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এসএসসি-৯২।

এসএসসি-৯২ চট্টগ্রাম-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৩ জানুয়ারী ০৫, ০৩:২৬ অপরাহ্ন
চট্টগ্রাম কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এসএসসি-৯২ ব্যাচের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা।

আস্থা থাকুক বন্ধুতায় এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম কনভেনশন হলে জাঁকজমকপূর্ণ আয়োজনে এসএসসি-৯২ ব্যাচের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

৪ জানুয়ারী বুধবার বিকালে আহবায়ক মুহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল হামিদ নয়নের সহযোগিতায় মুহাম্মদ আনোয়ার হোসেন ও সারজু মুহাম্মদ নাসেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসএসসি-৯২ গ্রুপের এডমিন প্যানেলের সদস্য ও মডারেটর লুৎফুন নাহার।

 

এসএসসি-৯২ গ্রুপ সারা বাংলাদেশে ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের একক ও সর্ববৃহৎ প্লাটফর্ম। সকল বন্ধুদের একত্রিত করার পাশাপাশি গ্রুপটি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গরিব দুঃস্হ অসহায় বন্ধুদের সহায়তা, তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার বহন, কর্মহীন বন্ধুদের কর্মসংস্হান সৃষ্টি, অভাবগ্রস্থ বন্ধুদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলাসহ বিভিন্ন শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে এসএসসি-৯২। সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক কনক বড়ুয়ার উপস্থাপনায় প্রায় তিনশ'র অধিক বন্ধুর অংশগ্রহণে জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

 

পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, আলোচনা সভা, নতুন সমন্বয়ক বন্ধুদের বরণ, বিভিন্ন উপজেলার বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও নৈশভোজের পর মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র পরিচালনা করেন সমন্বয়ক জে.এ মানিক।

 

এতে আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ ইকবাল, নুরুল মোস্তফা চৌধুরী, আরিচ আহমেদ শাহ, জুয়েল ঘোষ, নূরুল আবছার, জসিম উদ্দিন, মুহাম্মদ কায়েস, ফাতেমা বেগম, ফিরোজ, নাসরিন আকতার, সুলতানা মাহি, খালেদা আকতার সাথী, এস.এম বাবর, জাহাঙ্গীর আলম, লে. মহিউদ্দিন সহ বিভিন্ন উপজেলার সমন্বয়ক ও ৯২ ব্যাচ-এর সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video