সমাজের মানুষের
কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ৩৮ বছর অতিক্রম করেছে স্থায়ীত্বশীল
উন্নয়নের জন্য সংগঠন ইপসা। এ উপলক্ষ্যে ২১ মে রবিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও
আবাসিক এলাকায় অবস্থিত ইপসার প্রধান কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ইপসার প্রতিষ্ঠাবার্ষিকী
উদযাপন করা হয়। সংগঠনের নিয়ম অনুযায়ী সকালে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের
উপস্থিতিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু হয়।
ইপসার সহকারী
পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ) গাজী মো. মাইনুদ্দিনের সঞ্চালনায়
প্রধান কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী
মো. আরিফুর রহমান বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে আমাদের প্রাণের সংগঠন ইপসা তার ৩৮ বছর
অতিক্রম করেছে। এ দীর্ঘ যাত্রায় আমাদের একটিই প্রচেষ্টা ছিল। তা হলো সকল প্রতিবন্ধকতা
পার করে সততা, নিষ্ঠা ও মূল্যবোধ এই তিনকে ধারণ করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন।
সভায় আরো বক্তব্য রাখেন ইপসা সাধারণ পরিষদের সদস্য ড. শামসুন্নাহার চৌধুরী লোপা। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, পরিচালক (সামাজিক উন্নয়ন) মোর্শেদ চৌধুরী, পরিচালক (সামাজিক উন্নয়ন) নাছিম বানুসহ ইপসার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
- মা.ফা.
মন্তব্য করুন