বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার একটি শিশুবান্ধব
সরকার। প্রধানমন্ত্রী সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি যথেষ্ট গুরুত্বারোপ করেছেন।
২০৪১ সালে এদেশ উন্নত বিশ্বের কাতারে পৌঁছাবে। সে উন্নত বিশ্বের চ্যালেঞ্জ
মোকাবিলা করার জন্য আজকের শিশুদের প্রস্তুত করতে হবে। এর জন্য প্রয়োজন কঠোর
পরিশ্রম।
১২ মার্চ রবিবার চট্টগ্রাম নগরীর রউফাবাদের সমাজসেবা
কমপ্লেক্সে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে একথা বলেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নাজিমুল ইসলামের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, পড়ালেখা ছাড়া জীবনে উন্নতি সম্ভব
নয়। তাই সুন্দর পরিবেশে বাঁচতে চাইলে পড়ালেখাকে একমাত্র হাতিয়ার হিসেবে নিয়ে এগিয়ে
যেতে হবে। আমি তোমাদের প্রতি আহ্বান জানাই, মোবাইল ও মাদক হতে দুরে থেকে জীবনকে
সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোল।
বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া
ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি
অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। প্রতিযোগিতায় ৩ ক্যাটাগরিতে ৫৮ টি
ইভেন্টে মোট ১৭৪ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশগ্রহণ করে
চট্টগ্রামের ১১ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. ফরিদুল আলম, লক্ষীপুর সমাজসেবা কার্যালয় উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, চট্টগ্রাম উইমেন্স চেম্বার সভাপতি (ভারপ্রাপ্ত) আদিবা মোস্তফা। এসময় সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং অসংখ্য ছাত্রছাত্রীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- মা.ফা.
মন্তব্য করুন