চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চট্টগ্রাম রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম সংবাদ

চট্টগ্রামে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের অভিযানে প্রায় ১ লাখ ৫২ হাজার ৫শ টাকা মূল্যের অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করা হয়।

অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ নভেম্বর ০৯, ০১:৫৫ অপরাহ্ন
চট্টগ্রামে বহিঃনোঙ্গরের অদূরে পারকি সৈকত এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বোট থেকে অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা।

চট্টগ্রামে বহিঃনোঙ্গরের অদূরে পারকি সৈকত এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বোট থেকে অবৈধ বিয়ার ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং সেলের সদস্যরা।

 

৭ নভেম্বর সোমবার এন্টি স্মাগলিং সেলের সদস্যরা প্রায় ২১৫ ক্যান অবৈধ বিদেশী বিয়ার এবং ৯ কার্টন বিদেশী সিগারেট জব্দ করে। ৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

 

নৌবাহিনীর এন্টি স্মাগলিং  সেল পরিচালিত অভিযানের পর অবৈধ এসকল মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। আইএসপিআর জানায়, নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধ চোরাচালান অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video