চট্টগ্রাম নগরীতে সিএনজি চালিত অটোরিকশা চালকদের নিকট থেকে সরকারী গেজেট অমান্য করে দৈনিক অতিরিক্ত জমা আদায়কারী সিএনজি অটোরিকশা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন-১৪৪১।
৩ সেপ্টেম্বর শনিবার সকালে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে ও অর্থসম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মুহাম্মদ মুছা।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি বলেন, সরকারী গেজেট অনুযায়ী মালিকের দৈনিক জমা ৯০০ টাকার থেকে এক টাকাও অতিরিক্ত আদায় করলে সে সকল মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য অটোরিকশা শ্রমিকরা প্রস্তুত রয়েছে। যেখানে অতিরিক্ত জমা নেবে সেখানে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ফলে চালকদের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ছে। এ অবস্থায় মালিকেরা জমা বৃদ্ধির যে পাঁয়তারা করছে তা কখনো সহ্য করা হবে না।
প্রধান বক্তা মুহাম্মদ মুছা বলেন, চট্টগ্রামের চালকদের উপর চাপ সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দৈনিক জমা আদায়ের চেষ্টা করা হচ্ছে। কোন কোন জায়গায় চালকদের কাছ থেকে অতিরিক্ত জমা আদায় করছে। সরকারী গেজেট অমান্য করে অতিরিক্ত জমা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, আগামী ৩দিনের মধ্যে অতিরিক্ত জমা আদায়কারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে শ্রমিকরা ঐ সমস্ত গ্যারেজ বন্ধ করে দিয়ে গ্যারেজের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করবে। থানায় থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত থাকবে। আজকে আমরা মাননীয় পুলিশ কমিশনারের নিকট লিখিতভাবে সরকারী গেজেট বাস্তবায়নের জন্য অবহিত করেছি। আশাকরি তিনি সেটা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।
সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আলম, প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ, শ্রমিক নেতা কামাল ভান্ডারী, হাসান মোল্লা, মোহাম্মদ মানিক, রুবেল প্রমুখ।
- মা.সো
মন্তব্য করুন