চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৮জন ডাকাতকে আটক করা হয়।

৮ ডাকাতকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২২ অক্টোবর ২৬, ০১:১৯ অপরাহ্ন
ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চট্টগ্রাম নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে ৮ ডাকাতকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ের পুরাতন স্টেশনের গ্রামীন মাঠের গণ-শৌচাগারের আড়ালে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ৮ ডাকাতকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। ২৫ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মনির হোসেন (১৯), জয় বড়ুয়া (২১), মো. জুনায়েদ (২৩), মো. সোহেল (২৪), মো. রাসেল (২৪), মো. জাকির (২৯), মো. বাচ্চু প্রকাশ বুলেট (৩৪) ও শহিদ হাওলাদার (৩৪)

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, আটককৃতরা সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে। আটকের পর তাদের কাছ থেকে ৫টি ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video