চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

১৭৫ বোতল ফেনসিডিল, ২৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি প্রাইভেট কারসহ ২ মাদক ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া থানার মো. জসিম উদ্দিন ও কুমিল্লার মুরাদ নগর থানার মো. সুমনকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

সাড়ে ৮ লাখ টাকার ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ মার্চ ২৭, ১২:১৯ অপরাহ্ন
ফেনসিডিল ও গাঁজাসহ জোরারগঞ্জ থানা পুলিশের হাতে আটক ২ মাদক ব্যবসায়ী।

চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। ২৬ মার্চ রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার নাহার এগ্রো কারখানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৩ জন পালিয়ে গেলেও চালকসহ ২ জনকে আটক করা হয়।

 

থানা পুলিশ জানায়, স্থানীয় বারইয়ারহাট থেকে একটি গাড়ীযোগে চট্টগ্রাম শহরে মাদক পাচার হচ্ছে এমন খবরে থানার সেকেন্ড অফিসার এসআই আল মাহমুদ শরীফ ও এসআই মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাপাহাড় এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়ীটি আটকানোর চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ মাদক ব্যবসায়ী দ্রুত গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। পরে গাড়ীটাও পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে নাহার এগ্রো এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

 

এসময় গড়ীতে থাকা চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা ও পৌরসভা ১ নং ওয়ার্ডের সৈয়দ আসকর পাড়া গ্রামের জসিম ড্রাইভার বাড়ীর মৃত আবদুল বারেকের ছেলে মো. জসিম উদ্দিন (৪৬) ও কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বাবুটি পাড়া ইউনিনের দুধ মিয়ার বাড়ীর জসিম উদ্দিনের ছেলে মো. সুমনকে (২৭) বর্তমান ঠিকানা (চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন এ/পি বল খেলার মাঠ ৩নং গলি ৭নং কক্ষ) আটক করা হয় এবং তাদের সাথে থাকা মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার কালার গাড়ী (চট্টমেট্টো-চ-১১-৪২৫১) জব্দ করা হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে জব্দকৃত গাড়ীর পেছনের সিটে রাখা ৩টি পাটের বস্তার মধ্যে সাদা প্লাস্টিকের বস্তায় ৭টি প্যাকেটে ২৫টি করে ১৭৫ বোতল ফেনসিডিল যার অনুমান বাজার মুল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা এবং সবুজ পলিথিনে মোড়ানো ১৫টি প্যাকেটে ২৫ কেজি গাঁজা, যার অনুমান মূল্য ৫ লক্ষ টাকা উদ্ধারমুলে জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা হলো- জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় ২নং ওয়ার্ড তারন ড্রাইভার বাড়ীর মৃত সামছুল হক বাচ্চুর ছেলে রেজাউল হক জয় (২৬) এবং অজ্ঞাত ঠিকানার মোজাম্মেল (৩৫) ও ইসমাইল (২৮)। ধৃত আসামীরা আরো জানায়, তারা জব্দকৃত মাদক জোরারগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে চট্টগ্রাম শহরের ডবল মুরিং থানাধীন বড়পোল আগ্রাবাদ এলাকার আসাফের ছেলে শফিকের (৪০) কাছে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনির ক্রমিক ১৯ (গ)/১৪ (গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করেছে।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, মাদক চালানের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video