চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

৭১ বোতল বিদেশী মদ ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং অবৈধ মাদক জিম্মায় রাখার দায়ে মো. জাহেদ হোসেনকে আটক করা হয়।

মিরসরাইয়ে বিদেশী মদসহ এক যুবক আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৩ সেপ্টেম্বর ০৫, ১১:২০ পূর্বাহ্ন
জোরারগঞ্জ থানা পুলিশের হাতে বিদেশী মদসহ আটক মাদক কারবারী।

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশী ও দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৩ টার সময় বারইয়ারহাট পৌরসভার কলেজ গেইট সংলগ্ন হিজড়া ফারুকের ভাড়াটিয়া জাহেদের ঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। অবৈধ মাদক জিম্মায় রাখার দায়ে এসময় ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই মোহাম্মদ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের ভাড়টিয়া জাহেদ আলমের টিনের বসত ঘরের অভিযান পরিচালনা করেন। এসময় ঘরের ভেতর থেকে ৭১ বোতল বিদেশী মদ ও ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ১০ হাজার ৮ শত ৭৫ টাকা। এঘটনায় মো. জাহেদ হোসেনকে (৪০) আটক করা হয়েছে।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহেদ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে। ধৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


- নাছির উদ্দিন/মিরসরাই

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video