চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

ডাকাতির প্রস্তুতিকালে রিফাত হোসেন, মো. সম্রাট, মো. সাফায়েত হোসেন, মো. মেহেদী হাসান কামরুল ও মো. আবির হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।

মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ ডিসেম্বর ১৩, ১১:৫৬ পূর্বাহ্ন
ডাকাতির প্রস্তুতিকালে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে আটক ৫ ডাকাত।

মিরসরাইয়ের বারইয়ারহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার ১২ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আরো ৩ ডাকাত পালিয়ে যায়।

 

আটককৃত রিফাত হোসেন (২০), মো. সম্রাট (২২), মো. সাফায়েত হোসেন (২২), মো. মেহেদী হাসান কামরুল (২০) ও মো. আবির হোসেন (২০)-এর কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়। এসময় তাদের সহযোগী মো. সাকিল প্রকাশ গালপোড়া সাকিল (২২), মো. হৃদয় (২৫) ও মো. রানা (২০) পালিয়ে যায়।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান বলেন, বারইয়ারহাট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে জোরারগঞ্জ থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত সাড়ে ৩ টার সময় বারইয়ারহাট পৌরসভাস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে উত্তরা বাসস্ট্যান্ডের ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 


- নাছির উদ্দিন/মিরসরাই

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video