চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

প্রাইভেটকারে পেছনের ডিকিতে বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা।

মিরসরাইয়ে গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২৩ নভেম্বর ০৬, ১২:১৭ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ১৯ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। ৫ নভেম্বর রবিবার সন্ধায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের গুলিস্থান ফিলিং স্টেশনের সামনে থেকে প্রাইভেটকারটি আটক করা হয়।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, হরতাল ডিউটি পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহাসড়কে মাদক পাচার হচ্ছে। এসময় হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সার্কেল এএসপি মোহাম্মসদ নাসিম খানের নেতৃত্বে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম মুখি সড়কে ব্যারিকেড সৃস্টি করেন। এসময় সাদা রঙের একটি প্রাইভেটকার (চট্টমেট্টো-খ ১১-১১৮৯) দ্রুত গতিতে ছুটে আসে। গাড়ীর চালক পুলিশের ব্যারিকেড দেখে গাড়ীটি সড়কের উপর রেখে চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রাইভেটকারে পেছনের ডিকিতে বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা।

 

এবিষয়ে হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাসিম খান বলেন, উদ্ধারকৃত গাঁজা এবং জব্দকৃত গাড়ী থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ীর মালিক ও মাদক পাচারকারীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


- নাছির উদ্দিন, মিরসরাই

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video