চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

ঢাকায় গার্ডার চাপায় ৫ মৃত্যু

পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ আগস্ট ১৮, ০৯:২৯ পূর্বাহ্ন
ঢাকার উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চলন্ত প্রাইভেট কারের উপর পড়ে পাঁচজনের মৃত্যুতে রুল দিল হাই কোর্ট।

রাজধানীর উত্তরায় গার্ডার চাপায় নিহত ৫ জনের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল দিয়েছে হাই কোর্ট। সেইসাথে গত ৫ বছরে প্রকল্পের নিরাপত্তায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তাও জানতে চেয়েছে আদালত।

 

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

 

গত সোমবার ঢাকার উত্তরায় জসীম উদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের কাজ চলার মধ্যে একটি গার্ডার ক্রেন দিয়ে তোলার সময় তা একটি চলন্ত প্রাইভেট কারের ওপর খসে পড়ে । এতে দুই শিশুসহ গাড়িটির পাঁচ আরোহী নিহত হয়।

 

এ ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, প্রকল্পের নিরাপত্তাসহ কয়েকটি নির্দেশনা চেয়ে হাইকোর্টে তিনটি রিট করা হয়। একটি রিটের প্রাথমিক শুনানিশেষে ক্ষতিপূরণ নিয়ে রুল দেয় হাইকোর্ট।

 

মর্মান্তিক ঘটনাটির ব্যাপক সমালোচনার মধ্যে দুদিন পর বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জাকারিয়া খান হাই কোর্টে রিট আবেদন করার পরপরই আদালত এ রুল জারি করে।

 

রুলের জবাব দিতে বলা হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বিআরটি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান চীনা গ্যাঝুবা গ্রুপ লিমিটেডের সমন্বয়ককে।

 

স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে।

 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ. বি. এম. শাহজাহান আকন্দ মাসুম। পরে তিনি সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, এ মর্মে রুল জারি করেছে আদালত। পাশাপাশি বিআরটির চলমান প্রজেক্টে গত ৫ বছরে জনগণের নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা আগামী ৬০ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

এ ঘটনায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রাথমিক অনুসন্ধানে ঠিকাদারি কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video