চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

নগরীর কোতোয়ালী থানাধীন ব্যাটারী গলির একটি মাদ্রাসার ছাত্রকে অপহরণ করে রাউজান নিয়ে যায় গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা। দুইদিন আটকে রেখে ওই শিশুকে বলাৎকার করে। পরে তাকে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায় তারা।

চট্টগ্রামে ১ শিশুকে অপহরণ করে বলাৎকার, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৩ জানুয়ারী ১১, ০৩:৫৮ অপরাহ্ন
মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. হারুন ও মামুনুর রশিদ মামুন ওরফে মেহেদী।

চট্টগ্রাম থেকে শিশুদের অপহরণ করে বলাৎকার করা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ জানুয়ারী সোমবার রাতে রাউজান থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের দক্ষিণ মেঘদাইর বড়বাড়ীর মৃত তৈয়ব আলীর ছেলে মামুনুর রশিদ মামুন ওরফে মেহেদী(২৩) এবং চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া চৌধুরীহাট এলাকার আলী সওদাগর বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. হারুন।

 

মামলা সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে নগরীর কোতোয়ালী থানাধীন ব্যাটারী গলির একটি মাদ্রাসার ছাত্রকে অপহরণ করে রাউজান নিয়ে যায় গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা। দুইদিন আটকে রেখে ওই শিশুকে বলাৎকার করে। পরে তাকে নগরীর কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায় তারা। এক সিএনজি চালকের সহায়তায় ওই শিশু পরিবারের কাছে ফিরে আসে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করে তার পরিবার। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মেহেদীকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামীকেও গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, গ্রেপ্তার হওয়া আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা শিশুদের চাকরি ও নানান প্রলোভন দেখিয়ে অপহরণ করে রাউজানে নিয়ে যায়। ওইখানে একটি ঘরে বন্দি করে শিশুদের ওপর যৌন নির্যাতন চালায়। তারা ইতোপূর্বে বিভিন্নভাবে অসংখ্য শিশুর উপর যৌন নির্যাতন চালায় বলেও জানান তিনি।


- ই.হো.

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video