চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
চট্টগ্রাম শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

অপরাধ

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ৩১, ০১:৫৩ অপরাহ্ন

৩০ মার্চ শনিবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন ১নং ঝিল এলাকার একটি বসত বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মো. জুয়েল (৩৮), পিতা-মৃত তোফাজ্জাল হোসেন, সাং-খৈয়াখালী, থানা-বাংগড়া, জেলা- কুমিল্লাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-৭। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে তার বসত ঘরের শয়নকক্ষের বিছানার নিচে বিশেষ কৌশলে রক্ষিত দেশীয় তৈরী ০১টি আগ্নেয়াস্ত্র ,০১ রাউন্ড কার্তুজ এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে ব্যবহার করে আসছিল।

 

র‌্যাব জানায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি মো. জুয়েল-এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানায় অস্ত্র এবং মাদক সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানায় হস্তান্তর করা হয়েছে।


- মা.ফা.

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video