চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

গ্রেফতারকৃত জাহেদ আলম ও ইমনের দেয়া তথ্যমতে অপহৃত খোরশেদুল আলমকে রাত ২টায় হালিশহরের মুহুরিপাড়ার উত্তর আবাসিকের একটি ভবন থেকে উদ্ধার করা হয়। এসময় কাউছার ও ইমন নামে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০২২ অক্টোবর ১৭, ০৪:৪৩ অপরাহ্ন
অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের গ্রেফতারকৃত ৪ সদস্য।

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার হাজারি গলির মুখ থেকে খোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে অপহৃত খোরশেদুল আলম (৫৯)কে হালিশহরের মুহুরী পাড়া এলাকার উত্তর আবাসিকের মান্নান ম্যানসন থেকে উদ্ধার করা হয়।

১৭ অক্টোবর সোমবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেন। ১৬ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে হালিশহরের রঙ্গীপাড়া ছোট মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো - কুমিল্লা জেলার মুরাদনগর থানার মৃত মো. আদিল হোসেনের ছেলে মো. বেলাল হোসেন ইমন (১৮), একই জেলার লাকসাম থানার পচ্ছিঙ্গা গ্রামের মৃত ফজল হকের ছেলে মো. কাউছার (১৯), সন্দ্বীপ থানার মুছাপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. জাহেদ আলম (১৮) ও নোয়াখালী জেলার সুবর্ণচর থানার আমুল্লা মিয়া গ্রামের নুরুল ইসলামের বাড়ীর মো. হেলালের ছেলে মো. ইমন (১৮)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, রবিবার দুপুর সাড়ে ১২টায় হাজারী গলির মুখ থেকে খোরশেদুল আলম নামে এক ব্যক্তিকে অপহরণ করার ঘটনায় তার মেয়ের জামাই মোরশেদুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে রাত ১টার দিকে হালিশহরের রঙ্গীপাড়া ছোট মসজিদ এলাকা থেকে জাহেদ আলম ও ইমন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে হাজারি গলির মুখ থেকে অপহৃত খোরশেদুল আলমকে রাত ২টায় হালিশহরের মুহুরিপাড়ার উত্তর আবাসিকের একটি ভবন থেকে উদ্ধার করা হয়। এসময় কাউছার ও ইমন নামে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনাস্থল থেকে মনোয়ার ও ইয়াছমিন আক্তার মনি নামে দুইজন পালিয়ে যায় বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত ৪ জনই অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের সদস্য।


- ই.হো

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video