চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অপরাধ

অবৈধ উপায়ে আমদানীকৃত ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে সুপারশপটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করে বিএসটিআই ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।

চট্টগ্রামে অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে বাস্কেট সুপারশপকে জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৩ জানুয়ারী ০১, ১২:৪৩ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর খুলশীর দ্যা বাস্কেট সুপারশপে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ও অননুমোদিত প্রসাধনী সামগ্রীর বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৩১ ডিসেম্বর শনিবার নগরীর খুলশী এলাকার দ্যা বাস্কেট সুপারশপে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এসময় অবৈধ উপায়ে আমদানীকৃত ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে সুপারশপটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করে বিএসটিআই ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অবৈধ উপায়ে আমদানীকৃত ও অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির সংবাদ পেয়ে খুলশীর দ্যা বাস্কেট সুপারশপে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি প্রস্তুতকারক, উৎপাদনকারী, আমদানীকারক ও বিপণনকারীর নাম ঠিকানা ব্যাতীত এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যতীত বিপুল পরিমাণ শ্যাম্পু, টুথপেষ্ট ও সাবান জব্দ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন সকল প্রকার অবৈধ, ভেজাল প্রসাধনী, শিশুখাদ্য ও শুল্ক ফাঁকি দেয়া পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।


- মা.ফা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Video